Digital Durga
Digital Durga

পুজোর জাঁকজমক বেড়েছে, যতো দিন গেছে। শৈশব বা কৈশোরের পুজো যেভাবে মনে থেকে গেছে, যৌবনের পুজোর রং-রূপ-অভিজ্ঞতা হয়তো তার চেয়ে কিছুটা আলাদা অনেকের কাছেই। অনেকেই কর্মসূত্রে গ্রাম থেকে চলে এসেছেন শহরে, অনেকে আবার এক শহর থেকে যাত্রা করেছেন আরেক শহরের দিকে। ভিনদেশেও পাড়ি জমিয়েছেন কেউ কেউ। স্থানবিশেষে বদলে গেছে পুজোর অভিজ্ঞতা। গ্রামের পুজোর পাশাপাশি শহুরে পুজো, দেশের পুজোর পাশাপাশি বিদেশের পুজো এভাবেই ধরা দিয়েছে কিছু মানুষের কলমে। স্মৃতিমেদুর বাঙালি ডুব দিন পুজোর স্মৃতিতে আর উঠে আসুক এমনই পুজোর গন্ধমাখা অতীতের আখর, এই আমাদের আকাঙ্ক্ষা।