Digital Durga
Digital Durga

ছোটবেলা থেকে বাঙালির কাছে ‘পুজোর জামা’ মানেই পুজোর আগাম উত্তেজনা! পুজো শুরুর প্রায় মাসখানেক আগে থেকেই রাস্তায় দেখা দেয় মানুষের ঢল, পুজোর ক’দিন মনের মতো সাজগোজের ইচ্ছে নিয়ে বিভিন্ন দোকানে ভিড় জমায় ছোট থেকে বড়ো— সকলেই।

তবে এবছর বিশ্বব্যাপী অতিমারীর এই আবহ, এবং তার মাঝে আমফানের তাণ্ডবলীলার পর বিপর্যস্ত বাংলার বহু মানুষ। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়ছেন অনেকেই, কেউ কেউ আবার এই অর্থনৈতিক সংকটের মাঝেই হারিয়েছেন কাজ। ফলে অন্যান্যবারের মতো এবার পুজোর আনন্দে মেতে ওঠার সুযোগ পায়নি বহু পরিবারের ছোট-ছোট ছেলেমেয়েরা। দিশাহারা অভিভাবকেরা হয়তো পারেননি তাদের হাতে পুজোর জামা তুলে দিতে। গ্রামবাংলার বহু মানুষ প্রবল ঝড়ে হারিয়েছেন বাসস্থান। দারিদ্র্যের মাঝে, খাদ্যের সংস্থানের চিন্তায় পুজোর জামার কথা ভাবারই অবকাশ হয়তো পান না তারা।

‘ডিজিটাল দুর্গা’-র পক্ষ থেকে আমরা চেষ্টা করছি, এমনই কিছু পরিবারের পাশে দাঁড়াতে, তাদের সন্তানদের কাছে পুজোর আনন্দের কিছুটা হলেও ফিরিয়ে আনতে। এবছর না-হয় ‘পুজোর জামা’ পাওয়ার আনন্দ কিছুটা ছড়িয়ে দেওয়া যাক সকলের মধ্যে।