বিগত এক বছরেরও বেশি সময় ধরে অতিমারীর আবহ চারদিকে। আর তারই মাঝে আবারও এসে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব। শারদোৎসব।
দুর্গাপুজো বাংলার একান্ত নিজস্ব উৎসব হলেও ধর্ম, ভাষা বা স্থানগত সীমানা পেরিয়ে আজ তা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। বাঙালির সামাজিক-সাংস্কৃতিক যাপনে এই উৎসবের গুরুত্ব অপরিসীম।
এই বর্ণময় মহোৎসবের উজ্জ্বল ঐতিহ্য আর শিল্পসৃষ্টিকে বাঁচিয়ে রাখতে চাই আমরা। সেই তাগিদেরই ফসল ‘ডিজিটাল দুর্গা’। কলকাতার গণ্ডী ছাড়িয়ে ভারতবর্ষ তথা সারা পৃথিবীর দুর্গাপুজোকে নিয়ে এই প্রথম তৈরি হল ডিজিটাল আর্কাইভ।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন স্থানের দুর্গাপুজোর তথ্য, ছবি, ভিডিও সহ সেসব পুজোর ইতিহাসকে সংরক্ষণ করে সকলের কাছে পৌঁছে দিতে চাই আমরা।
আমাদের বিশ্বাস, বাংলার কৃষ্টি ও তার ঐতিহ্যের এই পরম্পরা আকৃষ্ট করবে বর্তমান তথা আগামী প্রজন্মকে।
এই প্রকল্পের মূল ভাবনা, পরিকল্পনা ও সৃজনে সর্বজিৎ চক্রবর্তী। প্রকল্প রূপায়নে মুখ্য ভূমিকায় অর্ণব সাহা। বিবিধ তথ্য ও পরামর্শ দিয়ে আর্কাইভটিকে সমৃদ্ধ করেছেন দেবদূত ঘোষ ঠাকুর। আর যাদের নিরলস পরিশ্রম ও সহযোগিতায় এই প্রকল্প রূপায়িত হয়েছে তারা হলেন রঞ্জন বোস, জয় দত্তগুপ্ত, নবীন বসাক, অনিরুদ্ধ দত্ত, অসীম কুণ্ডু, সুকান্ত মিত্র, স্বস্তিক করগুপ্ত, দেবব্রত সরকার, রজত ব্যানার্জী, অম্লান কর্মকার, অনিরুদ্ধ মিত্র, রাজীব, অভিজিৎ, সোমনাথ, শুভাশিষ, অনিন্দ্য ও পিউল।
‘ডিজিটাল দুর্গা’-র পথ চলার শুরু ২০২০ সালে। সামনের দীর্ঘ যাত্রাপথে আপনাদের সহযোগিতা কামনা করি।
Contribution
আপনার ক্লাব কিংবা কমিটির দুর্গা পুজো সংক্রান্ত ইতিহাস, তথ্য, ছবি, ভিডিও, থিম সং অনুগ্রহ করে আমাদের ই-মেল করুন। digitaldurga2020@gmail.com
Give Your Feedback
** এই ওয়েবসাইট-টিকে সমৃদ্ধ করার জন্য আপনার মূল্যবান মতামত খুব জরুরী। আপনার মতামত আমাদের ই-মেল করুন।
Your suggestion is important to us to enrich this website. Please write to us in the below e-mail.
digitaldurga2020@gmail.com