Digital Durga
Digital Durga

পুজোয় ঠাকুর দেখা, আড্ডা, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘরোয়া মৌতাতে মেতে ওঠার বিভিন্ন মুহূর্তকে ফ্রেমবন্দি করি আমরা অনেকেই। পুজোর স্মৃতি হিসেবে সেসব মুহূর্ত সযত্নে আগলেও রাখে অনেকেই, কখনও হয়তো তা উস্কে দেয় বাঙালির নস্টালজিয়া।

‘ডিজিটাল দুর্গা’-র আয়োজনে এবার তাই পুজোর ছবি নিয়ে এক অভিনব প্রতিযোগিতা ‘Click n Click’!

আপনার তোলা পুজোর ছবি পাঠান আমাদের। পুজোর প্রতিমা, পুজোর মণ্ডপ ও পুজোর মুহূর্ত – এই তিনটি বিভাগ অনুযায়ী নির্বাচিত কিছু ছবি জিতে নেবে আকর্ষণীয় পুরস্কার এই ব্যাপারে বিচারক মন্ডলীর রায়-ই চূড়ান্ত।

‘ডিজিটাল দুর্গা’-র এই পাতায় প্রকাশিতও হবে সেসব ছবি।

  • ছবি পাঠানোর সময়সীমা : ৮-১৪ অক্টোবর
  • পুরস্কার ঘোষণা : ৩১ অক্টোবর
  • তাহলে আর দেরি কীসের? বেরিয়ে পড়ুন ক্যামেরা হাতে! কে বলতে পারে, আপনার ছবিও জিতে নিতে পারে সেরার শিরোপা!।

    শর্তাবলী
    • ছবির সাইজ 5mb-এর বেশি হওয়া যাবে না
    • প্রতি ক্যাটাগরি থেকে একজন একটাই ছবি আপলোড করতে পারবে