Digital Durga
Digital Durga

পুজোর সঙ্গে প্রেমের যেন এক নিবিড় যোগাযোগ। অষ্টমীর অঞ্জলি হোক বা নবমীর নাইট-আউট, এমনদিনে তারে বলা যায়!

আলতো স্পর্শ, হালকা হাসি আর ইতস্তত চাহনির হাত ধরে কিছু বন্ধুত্ব বাঁক নেয় প্রেমে। কিছু প্রেম পরিণতি পায় দীর্ঘস্থায়ী সম্পর্কে। আবার কিছু সম্পর্ক হয়তো না-বলা অনুভূতির রেশ নিয়েই থেকে যায় রোমন্থনপ্রিয় বাঙালির স্মৃতিতে।

মুচকি হাসলেন যে! মনে পড়ে গেল বুঝি সেই প্রথম দেখা?

তাহলে আর দেরি কীসের? আপনার পুজোর প্রেমের কথা লিখে পাঠিয়ে দিন আমাদের প্ল্যাটফর্মে। সেই ভালোলাগা-ভালোবাসার দু-এক পশলা প্রকাশিত হবে ‘ডিজিটাল দুর্গা’র এই পাতায়। এছাড়া, সেরা তিনটি পুজোর প্রেমকে পুরস্কৃত করবে টিম ‘ডিজিটাল দুর্গা’। ইমেল-এ লেখা পাঠাতে পারেন এই ঠিকানায় : digitaldurga2020@gmail.com

লেখা পাঠানোর শর্ত :
১. ‘মাইক্রোসফট ওয়ার্ড’-এ বাংলা অথবা ইংরেজিতে লিখে সেই টেক্সট ফাইলটি পাঠাবেন।
ইমেল-এর ‘টেক্সট বডি’-তেও লিখতে পারেন।
২. বাংলা হরফে লিখলে ‘ইউনিকোড’ হরফ (‘অভ্র’ সফটওয়্যার) ব্যবহার করবেন।
৩. সর্বাধিক শব্দসংখ্যা ৫০০।
৪. লেখার শুরুতে বা শেষে নিজের নাম উল্লেখ করবেন।
আপনার লেখার অপেক্ষায় রইলাম আমরা।