Digital Durga
Digital Durga

চুটিয়ে খাওয়াদাওয়া ছাড়া পুজোর আনন্দটাই যেন সম্পূর্ণ হয় না। তা পুজোর ভোগই হোক, বা রেস্তোরাঁয় ডাইন-আউট কিংবা রাত জেগে ঠাকুর দেখার ফাঁকে চেখে নেওয়া স্ট্রীটফুড। আর সেইসঙ্গে আরও একটি জিনিস — যাকে বাদ দিলে কেবল পুজো নয়, বাঙালির জীবনটাই অসম্পূর্ণ — আদি ও অকৃত্রিম আড্ডা!

ঘরোয়া আড্ডা থেকে বৈঠকি আড্ডা— বাঙালির অতি প্রিয় এক বিষয়। সময়ের প্রেক্ষিতে বাঙালির এই চিরসঙ্গী নানা চরিত্রে, নানা রূপ নিয়ে ধরা দেয়। পুজোর আড্ডার চেহারাই বলে দেয় তার ধরনটা কী। পরিজনের সঙ্গে গানে গানে সুরেলা আড্ডা বা মনখোলা গল্পগাছায় ভরা পারিবারিক আড্ডা, বন্ধুবান্ধবদের সঙ্গে ‘ফিচলেমি’ বা সুরাপানের আসর, কিংবা গুরুগম্ভীর অথচ প্রাণবন্ত আড্ডা— এই সবই বাঙালির খুব কাছের। আর এর মাঝেই কেউ না কেউ মোবাইল ক্যামেরায় ফ্রেমবন্দি করে নেয় আড্ডার স্বতঃস্ফূর্ত মেজাজ। প্রাণবন্ত সেইসব মুহূর্তগুলো এরপর বহুদিন ধরে আলোচিত হয়, চর্চিত হয়। কারণ ছবিই তো কথা বলে, আর ছবিই ধরে রাখে অমূল্য স্মৃতি।

কাজেই এবছর পুজোতেও রোয়াকে, মণ্ডপে, ঘরোয়া আসরে… নইলে ভিডিও কলেই না-হয় জমে উঠুক হইচই। সঙ্গে রইলাম আমরাও, পুজোর খাওয়াদাওয়া আর আড্ডার সাতকাহন নিয়ে।