Digital Durga
Digital Durga

সংরক্ষণ

তিলাসন জমিদার বাড়ির দুর্গা পূজা হাবিবপুর, মালদহ, পশ্চিমবঙ্গ (আনুমানিক ১৭৭০)

পুজোর ইতিহাস

সপ্তমীর সকালে শূন্যে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে পুনর্ভবা নদীতে ঘট ভরে পুজো শুরু হয় মালদহের হবিবপুরের তিলাসনের জমিদার বাড়িতে। সেই প্রথায় আজও ছেদ পড়েনি। বরং রাজকীয় ভাবে সেই প্রথা পালন করা হয় জমিদার বাড়ির পুজোয়। ২৫০ বছরের বেশি পুরনো এই পুজো ঘিরে এলাকায় বরাবরই উন্মাদনা থাকে। পুজোর প্রচলন করেন তৎকালীন জমিদার শিবপ্রসাদ রায়। প্রথা মেনে চলে পুজো। জমিদার বাড়ির পুজো বলে বাড়তি উৎসাহে ঘাটতি থাকে না কোন। প্রাচীন রীতি নিয়ম আর নিষ্ঠা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। বর্তমান ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কাঁটাতারের পাশেই মন্দিরে এই পুজো হয়। জেলার অন্যতম এই জমিদার বাড়ির পুজো আজও বহু মানুষকে টানে। পাঁচদিন ধরে মেলা বসে, চলে আদিবাসী নৃত্য।