১৯৬৬ সাল থেকে শুরু এই পুজোর যাত্রা। থিমপুজো শুরু ১৯৯১ সাল থেকে। বর্তমানে উত্তর কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম স্থান অর্জন করেছে এই পুজো। ১৯৯৪, ১৯৯৫ ও ২০০৮ সালে এশিয়ান পেন্টস শারদ সম্মানে ভূষিত হয় এই পুজো। এছাড়াও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছে এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— দিলীপ সুরেখা (সভাপতি), অমৃত শ (সম্পাদক), তপন দাস (কোষাধ্যক্ষ)।