Digital Durga
Digital Durga

সংরক্ষণ

শ্রীমানী বাড়ির পুজো কলকাতা, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

শ্রীমানী বাড়ির পুজো 111 বছরের। একচালার মায়ের প্রতিমা। কোনো বলি দান করা হয় না বংশ পরম্পরায়। প্রথাগত রীতিনীতি মেনে এ বাড়ির পুজো হয়ে আসছে। মহেন্দ্র শ্রীমানী বাড়ির পুজো বলেই পরিচিত। নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে।