Digital Durga
Digital Durga

সংরক্ষণ

সাউথ সিটি রেসিডেন্টস্‌ দুর্গাপূজা কলকাতা, পশ্চিমবঙ্গ

prasanta24f@gmail.com

পুজোর ইতিহাস

২০২০ সালে এই পুজো ১২ বছর পূর্ণ করল। আবাসনের ১২০০-রও বেশি বাসিন্দারা সকলেই একজোট হন এই পুজোয়। পুজো সমিতির সদস্য হিসেবে তারাই পুজোর আয়োজন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজোর ভোজ— সবকিছুরই আয়োজন থাকে এই পুজোয়। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— প্রশান্ত ব্যানার্জি (আহ্বায়ক), মানক দাগা (সভাপতি), সূর্যদীপ্ত দত্ত (সহ-সভাপতি)।

ম্যাপ