Digital Durga
Digital Durga

সংরক্ষণ

সোনাটুলি দ্বিতীয় লেন দুর্গোৎসব হুগলি, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

বয়স ১৩ বছর হলেও পাড়ার পুজো হিসাবে এলাকায় সাড়া জাগিয়েছে এই পুজো। পাড়ার সবাই মিলে অংশ নেন পুজোর কাজে। বিশেষ করে পাড়ার ছেলেদের মতো মহিলারাও পুজোর দায়িত্ব কাঁধে তুলে নেন। অষ্টমীতে ভোগ বিতরণ তো আছেই, এছাড়া পুজোর সময়ে হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— সিদ্ধার্থ গাঙ্গুলি (সম্পাদক), সোমনাথ গাঙ্গুলি (সভাপতি), সুপ্রিয় গাঙ্গুলি (কোষাধ্যক্ষ)।