Digital Durga
Digital Durga

সংরক্ষণ

সোনামুইহাট সর্বজনীন দুর্গোৎসব পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

দেখতে দেখতে ৫০ বছর পার করে দিয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার এই বারোয়ারি পুজো। ৫০তম বর্ষ হিসেবে ২০২১ সালে মহা ধুমধামের সঙ্গে হয়েছে এই পুজো। প্রতিবছরই থিমপুজোর আয়োজন করে কমিটি। গতবছর পাহাড়ের উপর শিবমন্দিরের মতো মণ্ডপ নির্মিত হয়েছিল, যা দেখতে উপচে পড়েছিল ভিড়। এছাড়া বিশেষ আলোর ব্যবস্থাও করা হয়েছিল। আলোকসজ্জার মাধ্যমে ‘৫১ পীঠ’ ফুটিয়ে তোলা হয়েছিল। সেইসঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান— ম্যাজিক শো, সঙ্গীতসন্ধ্যা। তাছাড়া ছিল পুজোর দিনগুলিতে দু’বেলা ভোজের ব্যবস্থা। প্রতিমার ডাকের সাজ এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া কুমারী পুজোরও আয়োজন থাকে এখানে। বর্তমানে এই পুজোর সম্পাদক— ননীগোপাল পণ্ডিত।