Digital Durga
Digital Durga

সংরক্ষণ

সিংহী পার্ক সর্বজনীন দুর্গাপূজা কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৪২)

singhiparkdurga@rediffmail.com

পুজোর ইতিহাস

১৯৪২ সালের শ্রাবণ মাসের এক সন্ধায়, পাড়ায় নিজেদের দুর্গাপুজো করার ভাবনা আসে ডোভারলেনবাসী ললিতকুমার মিত্র, ডা: শৈলেন্দ্র সিংহ ও বীরেন্দ্র মিত্র মুস্তাফি’র মনে। সেই ভাবনা থেকেই সবাই মিলে কোমর বেঁধে নামলেন, শুরু হল এই পুজোর যাত্রা। পুজো, ভোগ ইত্যাদি সহ সমস্ত নিয়ম-রীতি পালনের দায়িত্বে ছিলেন পাড়ার ‘মাসিমা’ হিরণ্ময়ী মিত্র মুস্তাফি। নবমীর দুপুরে বাড়িতে-বাড়িতে ভোগ বিতরণ, সান্ধ্য অনুষ্ঠানে যাত্রাপালা ছাড়াও পাড়ার ছেলেমেয়েদের নিয়ে নাটক, কবিতা আবৃত্তি— সবই শুরু হল। ধীরে ধীরে পাড়ায় লোকের ভিড় জমতে শুরু করল, সবাই মেতে উঠলেন পুজোয়। সিংহি পার্কের পাড়ার পুজো প্রকৃত অর্থেই হয়ে উঠল ‘সর্বজনীন’। পরবর্তী সময়ে বাণিজ্যিক সহায়তায় এই পুজো পেল নতুন মাত্রা, ক্রমশ হয়ে উঠল আধুনিক ও বিস্তৃত। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে সিংহি পার্কের পুজো আজ কলকাতার একটি বিশিষ্ট পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— ব্রতীশ নিয়োগী (সভাপতি), অভিজিত মজুমদার (সম্পাদক), সৌমেন নস্কর (কোষাধ্যক্ষ)।

ম্যাপ