Digital Durga
Digital Durga

সংরক্ষণ

সিঙ্গাপুর বেঙ্গলি অ্যাসোসিয়েশন সিঙ্গাপুর

mc@bas.sg

পুজোর ইতিহাস

সিঙ্গাপুরের এই বাঙালি অ্যাসোসিয়েশনের বয়স ৬৪ বছর। কয়েকজন উদ্যোক্তা একটি ঘরে শুরু করেন এই পুজো। তাদের তৈরি করা এই অ্যাসোসিয়েশনের সদস্য আজ ৭০০টি পরিবার। পুজোর সময়ে প্রতিদিন ২৫০০ থেকে ৩০০০ মানুষের সমাগম হয়। কলকাতা থেকে পুরোহিত আসেন পুজো সম্পন্ন করতে, আসেন ঢাকিরাও। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ২২-২৪ জন মহিলা এক শাড়ি পরে মায়ের ভোগ রান্না করেন। অষ্টমীতে কুমারীপুজোও হয়। এছাড়াও ধুনুচি নাচ, গান-নাচ-নাটক ও ফ্যাশন শো-এর সান্ধ্য অনুষ্ঠানে মেতে ওঠেন সকলে। এছাড়াও, কলকাতায় যে সময়ে পুজোর বাজারে মানুষের ভিড় জমে, সেসময়ে সিঙ্গাপুরেও পুজোর বাজারের আয়োজন করেন এঁরা। স্থানীয় ব্যবসায়ীরা নিয়ে আসেন পাঞ্জাবি-শাড়ি-গয়নার সম্ভার, কলকাতা ও বেঙ্গালুরু থেকেও ব্যবসায়ীরা আসেন তাঁদের পসরা নিয়ে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— স্বাগতা চক্রবর্তী (সভাপতি), শালিনী চ্যাটার্জি (সম্পাদক), শাশ্বত মুখার্জি (কোষাধ্যক্ষ)।