Digital Durga
Digital Durga

সংরক্ষণ

শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি হাওড়া, পশ্চিমবঙ্গ (১৯২৬)

manishdasgupta00@gmail.com

পুজোর ইতিহাস

১৯২৬ সালে শুরু হওয়া এই পুজো হাওড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম একটি পুজো। ২০২১-এ এই পুজোর ৯৬তম বর্ষ উদযাপিত হল। আগামী ২০২৫ সালে এই পুজো শতবর্ষে পদার্পণ করবে। দুর্গাপুজো ছাড়াও সারাবছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে এই পুজো কমিটি। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা — চন্দন দে হাজরা (সভাপতি), মণীশ দাশগুপ্ত (সম্পাদক), রঞ্জন চ্যাটার্জি (কোষাধ্যক্ষ)।