Digital Durga
Digital Durga

সংরক্ষণ

শীল লেন দাস বাড়ি কলকাতা, পশ্চিমবঙ্গ

reemadas61@gmail.com

পুজোর ইতিহাস

প্রতিবছর অষ্টমীতে বাইরের পুজোয় গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার চেয়ে মা দুর্গাকে বাড়িতে এনে পুজোয় ব্রতী হলে কেমন হয়? — এমনটাই ভেবেছিলেন শীল লেনের দাস বাড়ির মহিলারা। আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় এই পুজোর পরিকল্পনা, শুরু হয় আয়োজন। এভাবেই পুরোনো কলকাতার বনেদি বাড়ির ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুজোগুলির সঙ্গে যুক্ত হল আরেকটি নাম – ‘দাস বাড়ির পুজো’। শীল লেনের ‘মোহন বৃন্দাবন মন্দির’-এ এই পুজোর আয়োজন হয়। এটি দাস পরিবারের নিজস্ব মন্দির। পুজোর রীতিনীতি শিখে, হাতেকলমে তালিম নিয়ে পরিবারের সকলে মিলে এই পুজোর জোগাড় থেকে শুরু করে সবটাই নিজেদের হাতে করেন। বাড়ির কর্তা-কর্ত্রী প্রদীপকুমার দাস ও রত্না দাসের উদ্যোগ ও নিরলস প্রচেষ্টা এই পুজোর অন্যতম খুঁটি। বাড়ির ছেলে-মেয়ে প্রসেনজিৎ দাস ও মৌমিতা দাস নিজেদের এই পুজোকে ত্রুটিহীন রাখতে সদাসচেষ্ট।

ম্যাপ