Digital Durga
Digital Durga

সংরক্ষণ

সরোজিনী নগর কালীবাড়ি সমিতি দিল্লি (২০০৮)

dutta1168@gmail.com

পুজোর ইতিহাস

২০০৮ সালে শুরু হয় এই পুজো। ২০২০-তে এই পুজোর ১৩তম বর্ষের উদ্‌যাপন। বাংলার পুজোর রীতি মেনে পুজো সম্পন্ন হয় এখানে। ভোগ, আরতি, সন্ধিপুজো— সবই হয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত ‘মায়ের ভোগ’-এর বন্দোবস্ত থাকে সকলের জন্য। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকবাদন, ধুনুচিনৃত্য প্রভৃতি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— সলিলকুমার মুখার্জি (সভাপতি), সুদীপ্ত দত্ত (সম্পাদক), অভিজিৎ ভট্টাচার্য (কোষাধ্যক্ষ)।

ম্যাপ