Digital Durga
Digital Durga

সংরক্ষণ

সরকার বাগান সম্মিলিত সংঘ কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯১৮)

abc@gmail.com

পুজোর ইতিহাস

উত্তর কলকাতার বুকে ‘সরকার বাগান’ খাঁটি বনেদি এক পাড়া। এই পাড়ার বারোয়ারি পুজোটি শুরু হয় ১৯১৮ সালে। ৯৬ বছর ধরে সাবেকি পুজোই হয়েছে এই পাড়ায়। মণ্ডপ, প্রতিমা— সবই নির্মিত হতো সাবেকি ধাঁচে। পুজোর বয়স যতো বেড়েছে, ততোই বেড়েছে সদস্য সংখ্যা। ১০৩ বছর পেরিয়ে আজ সেই সংখ্যা ২০০ অতিক্রম করেছে। শতবর্ষকে স্মরণীয় করে রাখতে, ২০১৪ সাল থেকে এই পুজোর সাবেকিয়ানাকে থিমের আকারে উপস্থাপন করা হচ্ছে। থিমপুজোর প্রথম বর্ষে মণ্ডপ নির্মাণ করেছিলেন শঙ্কর রঞ্জন পাল। ২০১৫-তে মণ্ডপের দায়িত্বে ছিলেন সৌরজিৎ ব্যানার্জি, প্রতিমা নির্মাণ করেছিলেন সনাতন পাল। ২০১৬-তে পার্থ দাস, ২০১৭ ও ’১৮-তে অমিত ও অরিন্দম, ২০১৯-এ রাজেশ ব্যানার্জি।

ম্যাপ