Digital Durga
Digital Durga

সংরক্ষণ

সমাজসেবী সংঘ কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৪৫)

arijitmaitra5@gmail.com

পুজোর ইতিহাস

৭৫ বছর আগে সমাজসেবার মূলমন্ত্রেই সমাজসেবী সংঘের জন্ম, দুর্গাপুজো তারই ফলশ্রুতি। বাংলায় দুর্গাপুজো আদর্শ এক মঞ্চ, এক মহোৎসব। প্রতিবছর এই পুজোর সঙ্গে থাকে ‘সামাজিক বন্ধু’ (Social Partner)। সাম্প্রতিককালে এই পুজোর সামাজিক বন্ধু ছিলেন দৃষ্টিহীন মানুষ, অটিস্টিক মানুষ, পথশিশুরা। প্রয়োজনভিত্তিক দানসামগ্রীর সঙ্গে পুজোর আনন্দটুকুও তাদের পাইয়ে দেওয়ার চেষ্টা করেন এই পুজোর সঙ্গে যুক্ত সকলে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— সৃঞ্জয় বোস (সভাপতি), অরিজিৎ মৈত্র (সম্পাদক), চন্দন বসু (কোষাধ্যক্ষ)।

পুজোর ভিডিও (২০২১)

ম্যাপ