গত ৬ বছর ধরে এই পুজোর দেখভাল করেন মূলত আবাসনের মহিলারা। পুজোর সমস্ত আয়োজনের পাশাপাশি মণ্ডপসজ্জা, খাওয়াদাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান— এই সবকিছুরই দায়িত্বে থাকেন তারা। ধর্ম, ভাষা এবং বয়স নির্বিশেষে প্রতিবছর বহু মানুষ যোগ দেন এই পুজোয়। দুর্গাপুজোর মাধ্যমে ‘বাঙালিয়ানা’কে জিইয়ে রাখতে চান তারা সকলেই। ‘নারীশক্তি’, ‘জমিদার বাড়ি’ ইত্যাদি থিমনির্ভর পুজোও হয়েছে এখানে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— রঞ্জিত ঘোষ (সভাপতি), রানা মুখার্জি (সম্পাদক), তপন কর্মকার (কোষাধ্যক্ষ)।