Digital Durga
Digital Durga

সংরক্ষণ

ঋতায়ন কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৮৭)

পুজোর ইতিহাস

৩৪ বছর পেরোল ঋতায়নের দুর্গাপুজো। নতুন আবাসনের আবাসিকরা আন্তরিকতা ও সহযোগিতার মেলবন্ধনে সাজিয়ে তুলেছিলেন এই পুজো। খাওয়াদাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারকপত্রিকা প্রকাশ— সবেরই আয়োজন ছিল। স্বীকৃতিস্বরূপ প্রথম বছরেই টাইমস অফ ইন্ডিয়া’র ‘পুজো বাড়ির সেরা পুজো’ শীর্ষক প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার লাভ। ২০১১-তে ২৫তম বর্ষের পুজোয় দায়িত্ব হস্তান্তরিত হল নতুন প্রজন্মের কাছে। সেবছর থেকেই থিমপুজো শুরু এবং আবারও সাফল্যলাভ। সেবার ‘পুজো বাড়ির সেরা পুজো’-র প্রথম পুরস্কারের সম্মান অর্জন করেছিল এই পুজো। এছাড়া আরও পুরস্কার জিতেছে এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— অর্পিতা চন্দ (সভাপতি), অনুলিপি বন্দ্যোপাধ্যায় (সম্পাদক), অন্তরা দাস (কোষাধ্যক্ষ)।