২০০১ সালে শুরু হয় এই পুজো। সেসময় থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন সমাজসচেতনতামূলক ও শিক্ষামূলক ভাবনা এবং সমাজ সংস্কারের নানা বার্তাকে থিম হিসেবে তুলে ধরে এই পুজো। রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পুজোর প্রতিটি দিন পুজোপ্রাঙ্গণ জমজমাট থাকে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা – সুব্রত কর্মকার (সভাপতি), উজ্জ্বল ধীবর (সম্পাদক), সন্তু মণ্ডল (কোষাধ্যক্ষ)।