Digital Durga
Digital Durga

সংরক্ষণ

রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাব হাওড়া, পশ্চিমবঙ্গ (১৯৭২)

athleticramakrishna@gmail.com

পুজোর ইতিহাস

১৯৭২ সালে খড়ের দুর্গাপ্রতিমা নির্মাণের এক অভিনব ভাবনার মাধ্যমে এই পুজোর সূচনা হয়। এরপর ময়ূরপালকের প্রতিমা, পাটের প্রতিমা ইত্যাদি ভাবনা বাস্তবায়িত হয় এই পুজোয়। ২০০০ সাল পর্যন্ত সাবেকিয়ানাকে ধরে রাখার পর ২০০১ থেকে শুরু হয় থিমপুজো। একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছে এই পুজো। উল্লেখযোগ্য— আনন্দবাজার পত্রিকা শারদ সম্মান (২০০১, ’০২, ’০৪, ’১৬), CESC True Spirit 5 Star Puja (২০০৬), বিশ্ববাংলা শারদ সম্মান (২০১৮) ইত্যাদি। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা — মহেশ টেকরিওয়াল (সভাপতি), সঞ্জয় বসু ও নিতাই রায় (যুগ্ম সম্পাদক), রবীন্দ্রনাথ দে (কোষাধ্যক্ষ)।