আজ থেকে ৩৬ বছর আগে ঘরোয়া একটি সাবেকি পুজোর আয়োজনের মাধ্যমে পথ চলা শুরু। ২০০০ সাল থেকে শুরু থিমপুজো। ২০০২ সালে বিস্কুটের মণ্ডপ সারা ভারতে সাড়া ফেলে দেয়, কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে রাজডাঙা নব উদয় সংঘের নাম উঠে আসে প্রথম সারিতে। বছরের পর বছর কলকাতার স্বনামধন্য শিল্পীরা উপহার দিয়েছেন তাঁদের শিল্পকর্ম। উল্লেখযোগ্য— ভবতোষ সুতার, পার্থ দাশগুপ্ত, পূর্ণেন্দু দে, সুশান্ত পাল, সুব্রত ব্যানার্জি প্রমুখ। বহু পুরস্কারে সম্মানিত হয়েছে এই পুজো। যেমন— ‘এশিয়ান পেইন্টস শারস সম্মান’, ‘আনন্দবাজার শারদ আনন্দ’, ‘ইমপ্যাক্ট’, ‘টাইমস’, ‘যুব কল্যাণ’ ইত্যাদি। সভাপতি সুশান্তকুমার ঘোষের পৌরোহিত্য ও ঐকান্তিক প্রচেষ্টায় ২০১১ থেকে উত্তরোত্তর বেড়েছে এই পুজোর মান। আজ কলকাতার সর্বাধিক চর্চিত পুজোগুলির মধ্যে এই পুজোটি অন্যতম। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— সুশান্তকুমার ঘোষ (সভাপতি), দেবু মজুমদার, সঞ্জীব বর্মন ও সুখেন্দু মাইতি (সম্পাদক), পরিতোষ ভুঁইয়া (কোষাধ্যক্ষ)।