সাবেকি ঢঙের প্রতিমা, নিষ্ঠা সহকারে সময় ও তিথি মেনে পুজোর যে রীতি প্রথম বছর থেকে শুরু করেছিল এই পুজোকমিটি, তা আজও চলছে। প্রতিবছরই ডাকের সাজের একই রঙের প্রতিমা নির্মিত হয়। প্রতিমাটি হয় মূলত একচালার। চতুর্থীতে চণ্ডীপাঠ হয়। এছাড়া আছে ভোগ বিতরণ। হুগলির চুঁচুড়ার কাছে সাহাগঞ্জ ঝাপপুকুরের পাইনবাগান বিবেকানন্দ সংঘের পুজো এভাবেই নজর কেড়েছে এলাকায়। ২০২১-এ রজত জয়ন্তী পালন করেছে পুজোকমিটি। এছাড়া ২৫ বছর ধরেই একই পুরোহিত পুজো করেন, যেমন একই ঢাকি ঢাক বাজান। রজতজয়ন্তীতে সেই পুরোহিত ও ঢাকিকে সংবর্ধনা জানিয়েছে পুজোকমিটি, যা নজির সৃষ্টি করেছে এলাকায়। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— দেবাশিস ভট্টাচার্য (সভাপতি), গৌতম ধর (সম্পাদক), বরুণ বোস (কোষাধ্যক্ষ)।