Digital Durga
Digital Durga

সংরক্ষণ

"পুরাটুলি সেনবাড়ির পুজো নেতাজী সুভাষরোড, পুরাটুলি, মালদা, পশ্চিমবঙ্গ " (আনুমানিক ১৫২২)

পুজোর ইতিহাস

পাঁচশো বছরের পুরোনো এই পুজো। শুরুর দিকে ইসলামপুরে পুজো হত। সেই পুজোই পরবর্তীতে মালদার সেন পরিবারের দায়িত্বে দিয়ে দেওয়া হয়। সতীশ কবিরাজের হাত ধরে এই পুজো পুরাটুলির সেনবাড়িতে প্রতিষ্ঠিত হয়। দুর্গা এখানে ষোড়শী দুর্গা রূপে পুজিতা হন। প্রধান ভোগের নাম হলো রসকরা। যোগাযোগ- অঙ্কনা সেন: 8250936239 , সৌমেন্দু সেন: 9932064909