১৯৫৪ সালে এলাকারই কিছু মানুষের উদ্যোগে পাড়ার একটি গলিতে শুরু হয় এই পুজো। পরে স্থানান্তরিত হয়ে প্রথমে কে.এম.সি. স্কুলের মাঠে এবং পরে ব্যানার্জিপাড়া রাস্তার ওপর মাঠে আসে এই পুজো। ক্রমশ এই পুজো সর্বজনীন হয়ে উঠেছে। ২০২১-এ ৬৭তম বর্ষে পদার্পণ করল এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— শ্যামল চক্রবর্তী (সভাপতি), শুভম চক্রবর্তী (সম্পাদক), পল্লব চক্রবর্তী (কোষাধ্যক্ষ)।