Digital Durga
Digital Durga

সংরক্ষণ

ওলাবিবিতলা সর্বজনীন দুর্গোৎসব হাওড়া, পশ্চিমবঙ্গ (১৯৪৮)

olabibitolasarbojanin@gmail.com

পুজোর ইতিহাস

১৯৪৮ সালে কয়েকজন মানুষের উদ্যোগে এই পুজো শুরু হয়। আর আজ ৭৫তম বর্ষে পদার্পণের প্রাক্কালে মহীরুহে পরিণত হয়েছে এই পুজো। প্রতিবছরই বহু মানুষের মিলনমেলায় পরিণত হয় পুজো ময়দান। ৫০ বছর পেরোনোর কয়েক বছর আগে থেকে এই পুজো কিছুটা আর্থিক আনুকূল্য পেতে শুরু করে। তখন থেকে সাবেকি পুজোর ধাঁচ পালটে শুরু হয়েছে থিমপুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা — দেবপ্রসাদ দত্ত (সভাপতি), আবীর অধিকারী (সম্পাদক), পিনাকী রঞ্জন সাহা (কোষাধ্যক্ষ)।