Digital Durga
Digital Durga

সংরক্ষণ

নিউটাউন দুর্গাবাড়ি মন্দির সমিতি আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ (১৯৪৭)

পুজোর ইতিহাস

১৯৪৭ সালে, অর্থাৎ আজ থেকে ৭৩ বছর আগে এই পুজো শুরু হয় প্রয়াত বিরাজমোহন ধর, শ্রীশ ব্যানার্জি ও তৎকালীন সরকারি আধিকারিকদের উদ্যোগে। সেকালের মহকুমাশাসক ম্যাক উইলিয়াম সাহেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এসেছেন এবং সমৃদ্ধ করেছেন এই পুজোর ইতিহাসকে। নরনারায়ণ সেবা, বস্ত্রদান, অন্যান্য সামাজিক কর্মসূচি ও তৎসহ বিশিষ্ট পণ্ডিত শ্যাম ভট্টাচার্যের মন্ত্রপাঠ এই পুজোকে এক অন্য মাত্রা দিয়েছে। গঠনশৈলী ও প্রশস্ত নাটমন্দিরের জন্য বর্তমানে এই দুর্গাবাড়ি মন্দির এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের কাছে। আলিপুরদুয়ার জেলার প্রাচীনতম এই পুজো বিগত কয়েকবছরের সেরা পুজোর স্বীকৃতি পেয়েছে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— আশিষচন্দ্র দত্ত (সভাপতি), সঞ্জিত ধর ও স্বরূপ কর (সম্পাদক), দিগ্বিজয় পাল (কোষাধ্যক্ষ)।

ম্যাপ