Digital Durga
Digital Durga

সংরক্ষণ

নতুনপল্লী প্রদীপ সংঘ কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৮০)

dibyendudasj5@gmail.com

পুজোর ইতিহাস

১৯৮০ সালে শুরু হয়েছিল এই পুজোর যাত্রা। ২০০৪ থেকে শুরু হয় থিমপুজো। ২০০৬ থেকে ’০৮ অবধি পরপর তিন বছর ‘এশিয়ান পেন্টস্‌ শারদ সম্মান’-এ ভূষিত হয়েছে এই পুজো। এছাড়াও আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন প্রভৃতি সংস্থার তরফে আরও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছে এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— জহর ঘোষাল (সভাপতি), শম্ভু ঘোষ (সম্পাদক), অভিরাম দাস (কোষাধ্যক্ষ)।

ম্যাপ