Digital Durga
Digital Durga

সংরক্ষণ

নরসিংহপুর সর্বজনীন দুর্গোৎসব (মা দুর্গাদেবী ট্রাস্ট) মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি বাজেটে যারা দুর্গাপুজো করেন, তাঁদের মধ্যে অন্যতম জলঙ্গির এই নরসিংহপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। মা দুর্গাদেবী ট্রাস্ট পরিচালিত এই পুজোর মণ্ডপসজ্জা কখনও হয় বৃন্দাবনের কুসুম মহলের আদলে, কখনও অক্ষরধাম, আবার কখনও সাঁচি স্তুপ বা ভিক্টোরিয়ার আদলে। ২০ ফুট উঁচু প্রতিমা আসে কৃষ্ণনগর থেকে। আলো আসে হুগলির চন্দননগর থেকে। এই পুজোর বৈশিষ্ট্য, নবমীতে বেশ কয়েক হাজার মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন, যাঁদের সামলাতে ১৪০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত হন। প্রতিমা দর্শনেও উপচে পড়ে মানুষের ভিড়। বর্তমানে এই পুজোর অন্যতম কর্ণধার – কিঙ্কর বিশ্বাস।