মেদিনীপুর শহর ছেড়ে প্রায় ৪০ কিলোমিটার দূরে। গ্রামের নাম নাড়াজোল। মেদিনীপুর থেকে গাড়ি নিয়ে যেতে পারেন। অথবা ট্রেনে পাঁশকুড়া স্টেশন থেকে গাড়ি করে যেতে পারেন। এক পাশ দিয়ে তিরতির করে বইছে কংসাবতী, অন্য পাশ দিয়ে শিলাবতী। ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ‘নাড়া’ শব্দটি এসেছে ধান কেটে রাখার পর তার অবশিষ্টাংশ থেকে। ‘জোল’ শব্দটি সম্ভবত জলার অপভ্রংশ। কয়েক শতাধিক বছর আগে দুই নদীর মধ্যবর্তী জঙ্গলাকীর্ণ, জনবিরল এই অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা না থাকায় প্রায়শই জলমগ্ন হয়ে পড়তো। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় বলে অনেকের অনুমান।