১৯৩৩ সালে এই পুজো শুরু হয়। অবশ্য এখন যেখানে পুজো হয়, শুরুতে সেখানে হতো না এই পুজো। নানা জায়গায় ঘোরার পরে অবশেষে বর্তমান জায়গাই এই পুজোর স্থায়ী ঠিকানা। বর্তমান ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ এই পুজোর দায়িত্ব নেওয়ার পরে ধীরে ধীরে এই পুজোর আয়োজন বেড়েছে। সেই পরম্পরা আজও বজায় রেখেছে এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— জয়ন্ত চট্টোপাধ্যায় (সভাপতি), সিদ্ধার্থ সান্যাল (সম্পাদক), সোমক সাহা (কোষাধ্যক্ষ)।