১৯৮৬ সালে ঘরোয়া ভাবে শুরু হয় এই পুজো। অঞ্চলের মানুষের আন্তরিক সহযোগিতায় এবং ক্লাবের সদস্যদের মানসিক দৃঢ়তার উপর ভর করে ক্রমশ এই পুজো জনসমক্ষে সাড়া ফেলতে শুরু করে। মানুষের ভালোবাসায় এই ঘরোয়া পুজোই হয়ে উঠল বাংলার অন্যতম জনপ্রিয় পুজো। ২০০৩ সাল থেকে বাংলার শিল্প ও কৃষ্টিকে দুর্গাপুজোর মাধ্যমে তুলে ধরতে শুরু করেন এঁরা। প্রয়াত শিল্পী জয়ন্ত মুখার্জির হাত ধরে এই নতুন পথে পা রাখা। এরপর একে একে সুশান্ত পাল, ভবতোষ সুতার, শিবশঙ্কর দাস প্রমুখ শিল্পীরা একের পর এক নতুন নতুন শিল্পকর্ম উপহার দিতে থাকেন বাংলার মানুষকে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— শান্তনু সোম (সভাপতি), বাপ্পাদিত্য দাশগুপ্ত ও অঞ্জন দাস (যুগ্ম সম্পাদক), সঞ্জয় নাগ (কোষাধ্যক্ষ)।