Digital Durga
Digital Durga

সংরক্ষণ

মতিবাগান সর্বজনীন দুর্গোৎসব হুগলি, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

২০২১ সালে ৩৬ বছর পূর্ণ করলো এই পুজো। এরই মধ্যে এই পুজো চুঁচুড়ায় সাড়া জাগিয়েছে। মূলত সমাজ সচেতনতার ওপর জোর দেওয়া হয় এই পুজোয়। কোনও বছর প্লাস্টিক বর্জন, কোনও বছর শিশু শ্রমিক নিয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে এই পুজোর থিম হয়। আর এজন্যই পর পর পাঁচ বছর এই পুজোকমিটি ‘বিশ্ব বাংলা জেলার সেরা পুজো’ বা ‘সেরার সেরা পুজো’র সম্মান অর্জন করেছে। ২০২১ সালে কোভিড সচেতনতা নির্ভর থিমে পুজোর আয়োজন করেছিল কমিটি। থিমনির্ভর হলেও এই পুজোয় বজায় রাখা হয় সাবেকিয়ানা। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— গৌরীকান্ত মুখার্জি (সভাপতি), শিশির সাহা ও মানিক ঘোষ (যুগ্ম সম্পাদক), অলোক ধর (কোষাধ্যক্ষ)।