Digital Durga
Digital Durga

সংরক্ষণ

মিত্রবাগান সর্বজনীন দুর্গোৎসব হুগলি, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

হুগলির পিপুলপাতির কাছে মিত্রবাগান আবাসিক সংঘ পরিচালিত এই পুজোটি ঘরোয়া পরিবেশে নিয়ম-নিষ্ঠা মেনে গত ৩৩ বছর ধরে হচ্ছে। এই পুজোর প্রতিমা সজ্জিত হয় ডাকের সাজে। নবমীর দিনে হয় কুমারী পুজো। নিজস্ব দালান সাজিয়ে তোলেন এলাকার মহিলারা। পুজোর সময়ে প্রবাসীরা ফেরেন নিজেদের এই পাড়ায়। নবমীতে স্থানীয় বাসিন্দাদের জন্য পংক্তিভোজে থাকে খিচুড়ি ভোগ। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— অনিল দত্তগুপ্ত (সভাপতি), কিশোর দত্ত (সম্পাদক), সুমন্ত পাঠক (কোষাধ্যক্ষ)।