Digital Durga
Digital Durga

সংরক্ষণ

পাঁচালের মিশ্র বাড়ির দুর্গা পূজা পাঁচাল, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ (আনুমানিক ১৮২২)

পুজোর ইতিহাস

পাঁচালের দুর্গা পূজার বয়স আনুমানিক প্রায় ২০০ বছর। মিশ্ররা এসেছিলেন উত্তরপ্রদেশের কনৌজ থেকে। কোনও লিখিত প্রমাণ নেই, তবে মুখে মুখে এই পুজোর অনেক কাহিনী ছড়িয়ে আছে। মিশ্র পরিবারের সদস্যরাই তাঁদের পূর্বপুরুষদের মুখে শুনেছিলেন, আগে এখানে সোনার মূর্তি পূজিত হত। সেই মূর্তি রাখা আছে ফুলুই শ্যামবাজারে। এখন আর এখানে মায়ের মূর্তি পুজো হয় না। ঘটা করে পুজো হয় ঘটে। পুজো চলে ১০ দিন। ঠিক কবে থেকে এই ঘট পুজোর আরম্ভ বা জমিদার বাড়ির এই পুজো পাড়ার পুজোয় পরিণত হয়েছে, দায়িত্ব থাকা মিশ্রদের কেউ তা সঠিক বলতে পারেন না। যোগাযোগ- সুব্রত মিশ্র — ৯৭৩২২ ৬২১০১ অমিত মিশ্র — ৬২৯৪৪ ১৫৮৪৪ দুলাল মিশ্র — ৯৭৩৫১ ০৬৫০৭