স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রলোচন মিত্রের পরিকল্পনায় এলাকার অধিবাসীদের উদ্যোগে শুরু হয় এই পুজো। গত ২০১৯ সালে এই পুজোর শতবর্ষ উদযাপিত হয়েছে। এই পুজোয় জীব বলিদান নিষিদ্ধ। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে ১০৮টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অষ্টমীর সন্ধিপূজা, পুজোর দিনগুলোতে ‘এক হাঁড়ি’তে পাড়ার সকলের অন্নগ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মণ্ডলপুকুর নামে পাড়ারই একটি পুকুরে শোভাযাত্রা সহকারে ঘট বিসর্জন, সিঁদুর খেলা, রাজারবাঁধ জলাশয়ে গ্রামের অন্য সব প্রতিমার সাথে প্রতিমা বিসর্জন ইত্যাদি উল্লেখযোগ্য। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা – অরুণচন্দ্র মন্ডল (সভাপতি), উত্তম কুমার মন্ডল (ব্যবস্থাপক)।