Digital Durga
Digital Durga

সংরক্ষণ

মাঁজমুড়া কুণ্ডুপাড়া বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অর্থাৎ দৃক সিদ্ধান্ত মতে এই পুজো সম্পন্ন হয়। এটি বাঁকুড়ার প্রাচীন পুজোগুলির মধ্যে একটি। ঠিক কবে থেকে এই পুজো শুরু হয় তার লিখিত কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে বিভিন্ন তথ্যসাপেক্ষে অনুমান করা হয়, অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে অর্থাৎ আনুমানিক ১৭২৫ খৃষ্টাব্দের সমসাময়িক কালে মাঁজমুড়া কুণ্ডুপাড়ার মুয়া দুর্গাপূজার সূচনা হয়। বংশের আদি পুরুষ স্বর্গীয় মদনমোহন কুণ্ডু এই পুজোর প্রচলন করেন। বিষ্ণুপুরের মল্ল রাজাদের আমলে দলমাদল কামানের তোপধ্বনি শুনে পুজোর সময় সারণী ও বিভিন্ন ক্ষণ অনুসরণ করা হতো। এই পুজোর আরেকটি বিশেষত্ব হল, আজও পুরোহিতরা মাত্র ৬ টাকা ২৫ পয়সা দক্ষিণা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সমগ্ৰ পুজো পরিচালনা করেন।