Digital Durga
Digital Durga

সংরক্ষণ

মাঝেরহাট সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা হাওড়া, পশ্চিমবঙ্গ (১৯০৫)

anchalikkalyansamiti@gmail.com

পুজোর ইতিহাস

শতাব্দীপ্রাচীন মাঝেরহাট সর্বজনীন দুর্গোৎসব ও আঞ্চলিক কল্যাণ সমিতি দুর্গাপুজোর প্রাচীন ধারাকে বজায় রাখার পাশাপাশি শারদোৎসবকে বাঙালির মিলন উৎসবে রূপ দেওয়ার চেষ্টা করে আসছে। এলাকারই কয়েকজন যুবক মিলে ১৯০৫ সালে এই পুজোর শুভসূচনা করেন। নানা বাধা-বিপত্তি পেরিয়ে ১১৬ বছরে পদার্পণ করলো এই পুজো। কেবল উৎসবের দিনগুলোই নয়, সারাবছরই বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকেন সমিতির সকলে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা — ডা. পি. কে. পাল (সভাপতি), নীলমণি ধাড়া (সম্পাদক), সুব্রত দাস (কোষাধ্যক্ষ)।