মুর্শিদাবাদ জেলার বিখ্যাত বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম ডোমকলের লক্ষ্মীনাথপুরের এই পুজো। ২০২১ সালে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করেছে এই পুজোকমিটি। মূলত থিমপুজোর উপরই জোর দেন উদ্যোক্তারা। তাই কোনও বছর পাট, কোনও বছর ধান বা অন্য কোনও সামগ্রী দিয়ে তৈরি হয় মনোরম মণ্ডপ। প্রতিমাও হয় কখনও নারকেল গাছ, কখনও বাদাম বা এই জাতীয় সামগ্রী দিয়ে। পুজোর আলোকসজ্জার জন্য আলো আসে হুগলির চন্দননগর থেকে। নির্মিত হয় ৫০ ফুট উঁচু আলোর গেট। পুজোর সময় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে। দশমীতে হয় পংক্তি ভোজ, যেখানে যোগ দেন পাড়ার ১১০টি পরিবারের প্রায় ৫০০ মানুষ। বর্তমানে বাংলাদেশের এক কালী মন্দিরের আদলে ৩০ লাখ টাকা বাজেটের স্থায়ী মণ্ডপ গড়ার কাজ শুরু করেছে কমিটি। মূলত শাঁখা শিল্পীদের এই গ্রামে পুজোর চাঁদার ব্যবস্থা স্থানীয় বাসিন্দারা নিজেরাই করেন। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— সৌমেন কুমার মণ্ডল (সভাপতি), সুমন্ত পাল (সম্পাদক), বিভাস পাল (কোষাধ্যক্ষ)।