১৯৮৮ সালে গুটিকয়েক পুজোপ্রেমীর হাত ধরে উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলে শুরু হয় এই বারোয়ারি দুর্গাপুজো। ২০০৩ সাল পর্যন্ত সাবেকি ধাঁচে পুজো হলেও ২০০৪ থেকে শুরু হয় থিমপুজো। ২০২১-এ ৭৪তম বর্ষে পদার্পণ করল এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— কমলকান্তি রায় (সভাপতি), অরূপ সাহা ও পার্থরঞ্জন ঘোষ (যুগ্ম সম্পাদক), সুরজিৎ ঘোষ (কোষাধ্যক্ষ)।