এটি এই এলাকার অন্যতম বড় পুজো। ঘাটালে সর্বপ্রথম এই পুজো কমিটিই থিমপুজো শুরু করে। কখনও নারকেল মালা, আবার কখনও কয়েতবেলের মালা দিয়ে মণ্ডপ তৈরি করা হয়। কখনও আবার চায়ের ভাঁড় বা সার্কাসের আদলেও হয় মণ্ডপসজ্জা। প্রতিমা আগে আসত কুমারটুলির কালি পালের কাছ থেকে। বর্তমানে তমলুকের মৃৎশিল্পীদের নির্মিত প্রতিমা দিয়েই পুজো হয়। মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জা দেখতে কয়েক হাজার মানুষ ভিড় জমান এখানে। পুজোর দিনগুলোতে প্রায় সারারাত ধরে থাকে সেই দর্শনার্থীদের ভিড়। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— ডা: শিশির দাস (সভাপতি), অরূপ মাঝি ও ডা: এইচ. কে. পাল (যুগ্ম সম্পাদক), মলয় বেরা (কোষাধ্যক্ষ)।