Digital Durga
Digital Durga

সংরক্ষণ

কুমারটুলি সর্বজনীন কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৩১)

kumartulysarbojanin@gmail.com

পুজোর ইতিহাস

১৯৩১ সালে শুরু হয় কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব। ১৯৩৮ ও ’৩৯ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন। ’৩৮-এর পঞ্চমীতে মণ্ডপে আগুন লেগে প্রতিমা পুড়ে যায়। শিল্পী জি পাল এক রাতেই ফের প্রতিমা নির্মাণ করেছিলেন। এক কাঠামো থেকে পাঁচ কাঠামোর প্রতিমা সৃষ্টি হয়। সম্প্রতি ‘এশিয়ান পেইন্টস শারদ সম্মান’ পুরস্কার জিতেছে এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— ডা: কাশীনাথ পোদ্দার (সভাপতি), নিমাইচন্দ্র দাস (সম্পাদক), অরিজিৎ পাল (কোষাধ্যক্ষ)।

পুজোর ভিডিও (২০২১)

থিম সং (২০২১)

ম্যাপ