বঙ্গে দুর্গাপুজোকে সার্বজনীন করেছে মহারাজা কৃষ্ণচন্দ্রর কৃষ্ণনগর রাজবাড়ির পুজো। আজ থেকে ৩১১ বছর আগে মহারাজ কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেন। তার আগেই নদীয়া রাজপরিবারে রাজরাজেশ্বরীর পুজোর শুরু হয়েছে। সেক্ষেত্রে রাজবাড়ির রাজরাজেশ্বরীর পুজো চারশো বছরের বেশি সময় ধরে হচ্ছে। মহারাজ কৃষ্ণচন্দ্রই প্রথম সর্বসাধারণের মধ্যে দুর্গোৎসবের প্রচলন করেন, যা পরবর্তীকালে সর্বজনীন পরিচিতি পায়। রীতি অনুযায়ী মহালয়ার পরে প্রতিপদের দিন থেকে রাজরাজেশ্বরীর হোম জ্বালানো হয়। কয়েক কুইন্টাল ঘি, বেলকাঠ পাতা, জল, মধু, ঘি, কলার মতো উপাচারের প্রয়োজন হয়। এই হোমের আগুন জ্বলে টানা নবমী পর্যন্ত। পরে হোমের আগুন নেভানো হয়। রাজরাজেশ্বরী পাটে আসীন হন বোধনের সময়ে। তাঁকে বেহারাদের কাঁধে চড়িয়ে রাজবাড়ির পঙ্খ অলঙ্কৃত দুর্গাদালানে অধিষ্ঠিত করা হয়।