Digital Durga
Digital Durga

সংরক্ষণ

কিশোরনগর রাজবাড়ি পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

পুজো শুরু হলেই মণ্ডপ ভরে ওঠে ভাটিয়ালি সুরে। জেলেদের গান না হলে নাকি পুজোই অস্পূর্ণ! অন্যান্য পুজোর মতো চালায় নয়, পঞ্চমুণ্ডির আসন তৈরি করে সেখানে চলে দেবীর আরাধনা। অবাক হচ্ছেন? তবে এটাই সত্যি। কাঁথির কিশোরনগর রাজবাড়ির পুজো জুড়ে রয়েছে এমন নানা ইতিহাস, গল্পকথা। রাজবাড়ির সূত্রে জানা গিয়েছে, দেবীর নির্দেশেই পুজোতে ভাটিয়ালি গান গাওয়া হয়। কথিত রয়েছে, কয়েকশো বছর আগে ঝড়জলের রাতে এক সুন্দরী রমণী জেলেদের মশাগাঁ খাল পার করে দেওয়ার জন্য অনুরোধ করেন। জেলেরা তাঁর অনুরোধ মেনে খাল পার করে দিয়ে পয়সা চান। কিন্তু, সেই রমণী বলেন, “তোরা রাজবাড়িতে গিয়ে পুজোতে গান করবি। সেখান থেকেই পয়সা পাবি।” পাল্টা জেলেরা জানান, তাঁরা মূর্খ মানুষ। তাঁরা গান গাইতে জানেন না। তখন সেই নারী জানান তিনি তাঁদের জিভে গান লিখে দেবেন। জেলেরা বুঝতে পারেন দেবী তাঁদের কৃপা করেছেন। এরপরেই দেবীর নির্দেশে তাঁরা কাশীনগর রাজবাড়িতে গিয়ে উপস্থিত হন। কিন্তু, রাজবাড়ির কর্তা তথা রাজা স্পষ্টই জানিয়ে দেন জেলেদের রাজবাড়িতে বসে গান গাওয়ার অধিকার নেই। রাজাকে সব কথা খুলে বলতে তখন জেলেদের বাড়ির পশ্চিমদিকে বসে গান গাওয়ার অনুমতি দেওয়া হয়। জেলেরা গান শুরু করলে দেখা যায়, দেবীর অধিবাসের ঘটটি পশ্চিম দিকে ঘুরে গিয়েছে। এরপর থেকেই এই রাজবাড়ির পুজোয় চালু হয় জেলেদের গান। সে নির্দেশ আজও মেনে চলে রাজ পরিবার।