চুঁচুড়ার প্রাচীন বালি মোড় এলাকায় এই পুজো হচ্ছে বিগত ৬২ বছর ধরে। প্রাচীন এই এলাকার নিজস্ব ক্লাবের মাঠেই হয় এই পুজো। সাত্ত্বিকভাবে নিষ্ঠাভরে এই পুজোয় মেতে ওঠেন এলাকার সমস্ত মানুষ। পুজো ছাড়াও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পুজোর দিনগুলিতে। অষ্টমীতে হয় ভোগ বিতরণ। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা – সুব্রত ঘোষ (সভাপতি), সঞ্জীব ঘোষ ও সত্যজিৎ ব্যানার্জি (যুগ্ম সম্পাদক), অমিত শেঠ ও প্রিয়ব্রত ঘোষ (যুগ্ম কোষাধ্যক্ষ)।