হুগলি-চুঁচুড়া এলাকায় যে বারোয়ারি পুজোগুলি নজরকাড়া আয়োজন করে তাদের মধ্যে অন্যতম কেওটা উজ্জ্বল সংঘের পুজো। বিগত ৬৩ বছর ধরে হচ্ছে এই পুজো। মণ্ডপসজ্জায় পরিবেশ সচেতনতার উপর জোর দেয় পুজো কমিটি। যেমন – প্রতিমা হয় ‘মিথোলোজিক্যাল আর্ট’-এর। অসামান্য আলোর মায়াবী পরিবেশে মূর্ত হয়ে ওঠে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যা দেখতে উপচে পড়ে ভিড়। প্রায় সারা রাত ধরেই পুজোমণ্ডপে চলে প্রতিমা দর্শনের পালা। পুজো ছাড়াও রক্তদান, স্বাস্থ্য শিবির ইত্যাদি নানা সামাজিক কাজে যুক্ত থাকে এই কমিটি। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা – শেখর চন্দ (সভাপতি), সুবীর দাস (সম্পাদক), দিব্যেন্দু মজুমদার (কোষাধ্যক্ষ)।