১৯৮৪ সালে শুরু হয় এই আবাসনের পুজো। তখন সবেমাত্র সল্টলেকের পত্তন শুরু হয়েছে। যুবক এবং তরুণ কিছু উৎসাহী আবাসিকদের উদ্যোগে, প্রয়াত অজিত বাগচীকে সভাপতি নির্বাচন করে, শ্রী ডি. সি. বোসকে সম্পাদক এবং প্রয়াত সুধাময় চৌধুরীকে কোষাধ্যক্ষ হিসেবে পাশে নিয়ে পথ চলার শুরু। তারপর ক্রমে আয়োজন বেড়েছে এই পুজোর। পংক্তি ভোজ, নানাধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিও যুক্ত হয়েছে পুজোর সঙ্গে। বর্তমানে কলকাতার আবাসনের দুর্গাপুজোগুলির মধ্যে এটি একটি বিশিষ্ট পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— স্বাগতা মজুমদার (সভাপতি), বাণী সরকার (সম্পাদক), অনুপম বাজোরিয়া (কোষাধ্যক্ষ)।