Digital Durga
Digital Durga

সংরক্ষণ

করলবাগ পূজা সমিতি দিল্লি (১৯৪২)

পুজোর ইতিহাস

এই পুজো দিল্লির তৃতীয় প্রাচীনতম পুজো। ১৯৪২ সালে শুরু হয় এই পুজো, প্রাক্তন স্পিকার শ্রী সোমনাথ চ্যাটার্জির পিতার উদ্যোগে। তাঁর সঙ্গে এই প্রচেষ্টায় এগিয়ে আসেন তখনকার প্রাক্তন আমলা ও ব্যবসায়ীরা। বর্তমানে এই পুজোর বয়স ৭৯ বছর। বর্তমানে এই অঞ্চলে নানা ভাষাভাষী মানুষের বসবাস। বাঙালিরাও বিভিন্ন পেশায় যুক্ত। সকলেই অংশ নেন এই পুজোয়। ভারত তথা বিশ্বের দরবারে এই পুজো এখন বিশেষ পরিচিতি লাভ করেছে। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, শীলা দীক্ষিত, লালকৃষ্ণ আদবানী, সোমনাথ চ্যাটার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পুজো দেখতে এসেছেন বিভিন্ন সময়ে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— রবীন ব্যানার্জি (সভাপতি) ও দীপক ভৌমিক (সম্পাদক)।

ম্যাপ